জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি-র ২০১৫ সালের বৈশ্বিক মানব উন্নয়নসূচক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। রোববার ঢাকায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বের মোট ১৮৮ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪২তম স্থানে অর্থাৎ সূচকে স্থান অপরিবর্তিত রয়েছে। এই সূচকে ৭৩ নম্বর স্থানে থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে শ্রীলংকা। ভারত ১৩০ এবং ভুটান ১৩২ নম্বর স্থানে। অর্থাৎ এ দেশগুলো বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। আর পিছিয়ে আছে নেপাল ১৪৫তম স্থানে, পাকিস্তান ১৪৭ এবং মিয়ানমার ১৪৮তম স্থানে। এই বছরের প্রতিবেদনের বিষয় কর্ম-তা শুধু চাকরির অর্থেই নয়, এর বাইরে বৃহত্তর অর্থে কর্ম কিভাবে মানব উন্নয়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে, সে বিষয়টি এতে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত বেশ কিছু বছর ধরে মানব উন্নয়নে প্রতি বছর ১ দশমিক ৫৫ শতাংশ অগ্রগতির ধারায় বাংলাদেশের প্রবণতা ইতিবাচক। যুব জনশক্তির মধ্যে বাংলাদেশের বেকারত্বের হার ৮ দশমিক ৭ শতাংশ। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, মধ্য আয়ের তালিকায় যে ৩৯টি দেশ রয়েছে তার সবশেষের তিনটি দেশের মধ্যে একটি হলো বাংলাদেশ। এশীয় দেশ কম্বোডিয়াও একই স্থানে রয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু