অ্যাকসেসিবিলিটি লিংক

চীন হংকং‘এ মানবাধিকারকে সংকটজনক অবস্থায় ফেলেছে:অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল


অ্যামনেস্টি ইন্টারন্যশনাল বলছে গত বছর হংকং এ জাতীয় নিরাপত্তা আইন আরোপ করে, চীন সেখানে , “মানবাধিকারের জন্য জরুরি অবস্থা” সৃষ্টি করেছে। মানবাধিকার নজরদারি সংস্থাটি এই আইন বেইজিং এ অনুমোদিত হবার প্রথম বার্ষিকীতেই বিশাল এক প্রতিবেদন প্রকাশ করেছে।২০১৯ সালে হংকং’এ সরকারের বিরুদ্ধে ব্যাপক এবং কখনও কখনও সহিংস প্রতিবাদের জবাবে বেইজিং এই আইন পাশ করে। এই আইনের অধীনে শত শত লোক, যাদের অনেকেই গণতন্ত্রপন্থি রাজনীতিক এবং সক্রিয়বাদী, তাদেরকে গ্রেপ্তার করে কারারুদ্ধ করা হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যশনাল বলছে গত বছর হংকং এ জাতীয় নিরাপত্তা আইন আরোপ করে, চীন সেখানে , “মানবাধিকারের জন্য জরুরি অবস্থা” সৃষ্টি করেছে। মানবাধিকার নজরদারি সংস্থাটি এই আইন বেইজিং এ অনুমোদিত হবার প্রথম বার্ষিকীতেই বিশাল এক প্রতিবেদন প্রকাশ করেছে।২০১৯ সালে হংকং’এ সরকারের বিরুদ্ধে ব্যাপক এবং কখনও কখনও সহিংস প্রতিবাদের জবাবে বেইজিং এই আইন পাশ করে। এই আইনের অধীনে শত শত লোক, যাদের অনেকেই গণতন্ত্রপন্থি রাজনীতিক এবং সক্রিয়বাদী, তাদেরকে গ্রেপ্তার করে কারারুদ্ধ করা হয়েছে।

কর্তৃপক্ষ এই আইনের আওতায় এমন যে কাউকে লক্ষ্যতে পরিণত করতে পারে যাদেরকে সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ, রাষ্ট্রশক্তির বিরুদ্ধে বিদ্রোহ কিংবা বিদেশিদের সঙ্গে যোগসাজশের জন্য সন্দেহ করা হয়। অ্যামনেস্টির এই দীর্ঘ প্রতিবেদনে শহরটির বিচার ব্যবস্থার উপর এই আইনের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। আদালতের বিচার, শুনানির নোট এবং সক্রিয়বাদীদের সাক্ষাত্কারের ভিত্তিতে, অ্যামনেস্টি এই সিদ্ধান্তে পৌঁছুছে যে ব্যাপক ভাবে মানবাধিকার লংঘনের জন্যে এই আইন ব্যবহার করা হয়েছে।

মানবাধিকার বিষয়ক এই নজরদারি সংগঠনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক ইয়ামিনি মিশ্রা বলেন, “এই এক বছরে সেখানকার ন্যাশনাল সেক্যুরিটি ল’ হংকং কে দ্রুতই একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবার পথে নিয়ে গেছে এবং সেখানে বসবাসরত মানুষের জন্য মানবাধিকার বিষয়ক জরুরি অবস্থা তৈরি করেছে”। তিনি আরও বলেন এই আইন, “ হংকং’এর সমাজের প্রতিটি অংশকে সংক্রমিত করেছে এবং ভয়ের আবহ সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত এই ঢালাও দমমূলক আইন শহরটিকে মূল চীনা ভূখন্ডের মতোই , মানবাধিকারের বর্জ্য ভূমিতে পরিণত করার হুমকি হয়ে দাঁড়িয়েছে।

XS
SM
MD
LG