অ্যাকসেসিবিলিটি লিংক

আইরিনের আঘাতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যে জনজীবন ব্যাহত


আইরিনের আঘাতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যে জনজীবন ব্যাহত
আইরিনের আঘাতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলীয় অঙ্গরাজ্যে জনজীবন ব্যাহত

ঘূর্ণিঝড় আইরিনের আঘাতে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্ব উপকূলীয় কয়েকটি অঙ্গরাজ্যে কয়েকজন নিহত হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। প্রচণ্ড ঝোড়ো বাতাস ও প্রবল বৃষ্টিতে অনেকাংশে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত নিউ ইয়র্কের জনজীবন। লোয়ার ম্যানহাটনের অনেক রাস্তায় পানি জমেছে। নিউ ইয়র্কের গণপরিবহন ব্যাহত হয়েছে, অনেক এলাকায় বিদ্যুৎ নেই। নিউ ইয়র্কের পূর্বাঞ্চলকে ছুঁয়ে যাওয়া হাডসন নদীতে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। শহরের ইস্ট নদীতে পানি বেড়েছে। তবে নিউ ইয়র্কে ক্ষয়ক্ষতির পরিমাণ আশঙ্কার তুলনায় কম হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সবশেষ পরিস্থিতি নিয়ে একটু আগে আহসানুল হক কথা বলেন সেখানকার সাংবাদিক আবু তাহেরের সাথে।

XS
SM
MD
LG