২০ জুলাই আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল 'বিশ্বব্যাপী অশান্ত পরিস্থিতি: সাধারণ মানুষের অস্থিরতা-উদ্বেগ’। আজকের এ অনুষ্ঠানে অতিথি উতরদাতা প্যানেলে ছিলেন কলকাতা থেকে 'দি হিন্দু' পত্রিকার প্রাক্তন ব্যুরো চীফ বরুন দাসগুপ্ত এবং নিউইয়র্ক থেকে ফ্রীলান্স সাংবাদিক মঈনুদ্দীন নাসের। সঞ্চালক ছিলেন সরকার কবীরুদ্দিন।