অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার পর ডনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফর


‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হবার পর ডনাল্ড ট্রাম্পের প্রথম বিদেশ সফর’- এটাই আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আজকের অতিথি উত্তরদাতাদের প্যানেলে ছিলেন বিশিষ্ট ফ্রিলান্স সাংবাদিক সৈয়দ মোহাম্মদউল্লাহ, রয়েছেন আরেক ফ্রিলান্স সাংবাদিক মঈনুদ্দীন নাসের এবং আর রয়েছেন যুক্তরাষ্ট্র রাজনৈতিক অঙ্গনের সক্রিয় এক কর্মী মোর্শেদ আলম। তাঁরা তিনজনই আন্তর্জাতিক টেলিকনফারেন্স লাইনের মাধ্যমে নিউ ইয়র্ক থেকে অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সঞ্চালনায় ছিলেন সরকার কবীরূদ্দীন।

অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন/মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ এ অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তর দাতাদের মন্তব্য-বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায়দায়িত্ব বর্তাবে না। আর এ অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানূশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোন দেশ-কাল-সমাজ-পাত্র বা ঘটনার প্রতি অঙ্গূলী নির্দেশ নয়, বুদ্ধিদৃপ্ত আলোচনাই কাম্য।

আজকের হ্যালো ওয়াশিংটনে প্রশ্ন/মন্তব্য করেছেন:

(১) নিউ ইয়র্কের টাইম টিভির স্বত্বাধিকারি-সি ই ও এবং নিউ ইয়র্কের বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের।

(২) নিউ ইয়র্ক থেকে শামিম আরা ফোন করছেন।

(৩) টিভি টকশো আলোচক, সাংবাদিক ও লেখক মাহমুদ রেযা চৌধুরী।

এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটন আমাদের ওয়েব সাইটেও শোনা যাবে। আমাদের ওয়েব সাইট www.voanews.com/Bangla/hello Washington .

XS
SM
MD
LG