অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় মোকাবেলা


bangladesh flood (AFP)
bangladesh flood (AFP)

আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়: প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় মোকাবেলা

আজ বুধবার ৬ই সেপ্টেম্বর, আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় মোকাবেলা।

আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশিষ্ট অতিথি ছিলেন ড: মাকসুদ কামাল, ড: শঙ্কর কুমার নাথ এবং ড: রাশেদ চৌধুরী।

ড: মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের Department of Disaster Science and Management (DSM) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন।

ভারতের বিজ্ঞান ইন্সটিটিউট খড়গপুর আইআইটির অধ্যাপক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ শংকর কুমার নাথ দীর্ঘদিন ধরে হিমালয় অঞ্চলের ভূতাত্ত্বিক পরিবর্তন নিয়ে গবেষণা করছেন।

ড: রাশেদ চৌধুরী হাওয়াই বিশ্ববিদ্যালয়ে Joint Institute for Marine and Atmospheric Research’র Pacific ENSO Applications Climate Centerএ প্রধান গবেষণা বিজ্ঞানী।

আজকের হ্যালো ওয়াশিংটনে, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় মোকাবেলা, সে বিষয়ে বাংলাদেশের বিভিন্ন শহর থেকে শ্রোতারা মন্তব্য করেন ও বিভিন্ন প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।

please wait

No media source currently available

0:00 0:42:01 0:00

XS
SM
MD
LG