অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দান এবং বিশ্বে তার প্রতিক্রিয়া ও প্রভাব


Israel Jerusalem
Israel Jerusalem

আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়: জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দান এবং বিশ্বে তার প্রতিক্রিয়া ও প্রভাব।

Dr. Mohammad Omar Farooq
Dr. Mohammad Omar Farooq

আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের দুজন বিশিষ্ট অতিথি ছিলেন ড: ওমর ফারুখ এবং ড: সাইদ ইফতেখার আহমেদ।

ড: ওমর ফারুখ একজন অর্থনীতিবিদ ও বিশ্লেষক। তিনি বর্তমানে বাহরাইনে আছেন।

Dr. Sayeed Iftekhar Ahmed
Dr. Sayeed Iftekhar Ahmed

রাজনৈতিক বিশ্লেষক ড: সাইদ ইফতেখার আহমেদ, আমেরিকান পাবলিক ইউনিভারসিটির, স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিস এর অ্যাডজাংক্ট ফ্যাকালটি।

আজকের হ্যালো ওয়াশিংটনে, জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দান এবং বিশ্বে তার প্রতিক্রিয়া ও প্রভাব, সে বিষয়ে ভারত ও বাংলাদেশের বিভিন্ন শহর থেকে শ্রোতারা মন্তব্য করেন ও বিভিন্ন প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।

please wait
Embed

No media source currently available

0:00 0:45:16 0:00

XS
SM
MD
LG