অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: কংগ্রেসে প্রেসিডেন্ট বারাক ওবামার রাষ্ট্রীয় পরিস্থিতি সংক্রান্ত ভাষণ


আজ বুধবার ২৯ জানুয়ারি আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়: কংগ্রেসে প্রেসিডেন্ট বারাক ওবামার রাষ্ট্রীয় পরিস্থিতি সংক্রান্ত ভাষণ।

আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশেষ অতিথি ছিলেন, ড: জিয়া হাসান,
ড: মেহেনাজ মোমেন এবং ড: মোহাম্মদ আবু নাসের।

ড: জিয়া হাসান, সাউথ ক্যারোলাইনার ক্ল্যাফলিন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। তিনি Planning Assessment & Info Services এর ভাইস প্রেসিডেন্ট।

ড: মেহেনাজ মোমেন টেক্সাস এ অ্যন্ড এম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের, গণ প্রাশাসন বিভাগের অ্যাসোশিয়েট প্রফেসর।

ড: মোহাম্মদ আবু নাসের স্যাকরামেন্টোতে ক্যালিফর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় অ্যাসিসটেন্ট প্রফেসর।

আজকের হ্যালো ওয়াশিংটনে, কংগ্রেসে প্রেসিডেন্ট বারাক ওবামার রাষ্ট্রীয় পরিস্থিতি সংক্রান্ত ভাষণ বিষয়ে ঢাকা, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডের বিভিন্ন শহর থেকে শ্রোতারা মন্তব্য করেন ও বিভিন্ন প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।
please wait

No media source currently available

0:00 0:44:25 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG