আজ বুধবার ২৬ই অক্টোবার, আমাদের নিয়মিত কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সাইবার নিরাপত্তা ও সংবাদ মধ্যমের প্রভাব।
আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিন জন বিশেষ অতিথি ছিলেন, ড: মেহনাজ মোমেন, ড: শাফিকুর রহমান এবং ডঃ মনসুর হাসিব।
ড: মেহনাজ মোমেন টেক্সাস এ এন্ড এম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের, গণ প্রশাসন বিভাগের অ্যাসোশিয়েট প্রফেসর।
ড: শাফিকুর রহমান সাউথ ক্যারোলাইনা স্টেট বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং যোগাযোগ কার্যক্রমের পরিচালক ও সমন্বয়ক।
ডঃ মনসুর হাসিব মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ে সাইবার সিলিউরিটি প্রযুক্তি প্রোগ্রামের চেয়ার। ।
আজকের হ্যালো ওয়াশিংটনে, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সাইবার নিরাপত্তা ও সংবাদ মধ্যমের প্রভাব, এই বিষয়ে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে শ্রোতারা মন্তব্য করেন ও বিভিন্ন প্রশ্ন করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।