আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় – "দেশে দেশে নারীর অবস্থান"।
আলোচনা প্যানেলে ছিলেন– টেক্সাস থেকে ডঃ সেলিনা আহমেদ, কলকাতা থেকে বেসরকারী প্রতিষ্ঠান শক্তি বাহিনীর কর্মকর্তা ও সমাজ উন্নয়ন কর্মী ঋষিকান্ত, আর ঢাকা থেকে সাংবাদিক সুমি খান।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এই আলোচনা পরিচালনা করেন রোকেয়া হায়দার।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর, ভারত ও বাংলাদেশ থেকে শ্রোতাদের মন্তব্য, প্রশ্ন নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র–দক্ষিণ এশিয়া–অস্ট্রেলিয়া এবং উন্নত ও বিকাশমুখী দেশগুলোর সামাজিক পরিমণ্ডলে কর্মসংস্থান, শিক্ষা, রাজনীতি, পরিবার ও পরিবারের বাইরে বর্তমানে নারীর সুযোগ-সুবিধা, নারী নির্যাতন, কর্মক্ষেত্রে বৈষম্য সবকিছু নিয়েই বিস্তারিতভাবে বাস্তব চিত্র তুলে ধরা হয়।
ভয়েস অফ আমেরিকার স্টুডিওতে বাংলা বিভাগের সরকার কবিরউদ্দীন ও তাহেরা কিবরিয়াও এই আনুষ্ঠানে যোগ দেন।