কঙ্গোর স্বাস্থ্যমন্ত্রী জানান তারা দিজেরা জেলায় সন্দেহভাজন ৫৩ জন রোগীর তালিকা প্রস্তুত করেছেন Iপশ্চিম আফ্রিকার ইবলা মহামারীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে অনুমান করা হচ্ছে I পশ্চিম আফ্রিকায় এ যাবত এই রোগে ১৫০০ বেশি মানুষ প্রাণ হারিয়েছেন I জাতিসঙ্গ কৃষি ও খাদ্য সংস্থা মঙ্গলবার লাইবেরিয়া, সিয়েরা লীয়ন এবং গিনির জন্য বিশেষ হুশিয়ারী প্রদান করেছে I এই তিনটি দেশেই এই মহামারী এখন ভয়াবহ আকার ধারণ করেছে I এই সতর্ক হুশিয়ারী দেবার পর জনগণ আরো আতঙ্কিত হয়ে পড়েছেন, খাদ্য ঘাটতি এবং বহু দ্রব্য সামগ্রীর মুল্য বৃদ্ধি পেয়েছে I