অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার আলেপ্পোতে আহত এক বালকের ছবি বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেছে


সিরিয়ার আলেপ্পো শহরে বিমান আক্রমণে আহত রক্তাক্ত এক বালকের ভয়াবহ ছবি প্রচলিত এবং সামাজিক গণমাধ্যমের দ্বারা প্রচার পেলে বিশ্বব্যাপী তা জনগণের দৃষ্টি আকর্ষণ করেছে।

সিরিয়ার বিরোধী সক্রিয় কর্মীরা ছেলেটির ছবি প্রকাশ করেছে। তাকে দেখা যাচ্ছে ক্লান্ত এবং হতবাক অবস্থায় সে একটি অ্যাম্বুলেন্সের চেয়ারে বসে আছে । তার রক্তাক্ত চেহারা ধূলোয় একাকার। আলেপ্পোর একজন চিকিৎসক ওসামা আবু আল এজ , আজ ছেলেটিকে সনাক্ত করেন এবং বলেন তার নাম হচ্ছে ওমরান দাগনিশ , বয়স পাঁচ বছর । তিনি এ খবরটি নিশ্চিত করেন যে এই ছেলেটিকে বুধবার রাতে এম-টেন নামের হাসপাতালে নেওয়া হয় এবং মাথায় আঘাতের জন্য চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

বিদ্রোহী অধ্যুষিত ক্বাতেরজি এলাকায় বিমান আক্রমণে ছেলেটি আহত হয়। এম টেন হাসপাতালের একজন চিকিৎসক জানান যে ঐ বিমান হামলায় পাঁচ জন শিশুসহ , আটজন মারা যায় । এই আক্রমণের অল্প পরেই উদ্ধারকর্মী এবং সাংবাদিকরা হতাহতদের ধ্বংসাবশেষের ভেতর থেকে টেনে বের করেন। উদ্ধারকারীদের মধ্যে একজন চিত্র সাংবাদিক মাহমুদ রাসলানো ঐ ছবিটি তোলেন এবং তা সিরিয়া যুদ্ধের বর্বরতাকেই প্রকাশ করে।

এ দিকে রাশিয়া এ রকম আভাস দিয়েছে যে আলেপ্পোতে ত্রাণ বিতরণের জন্য তারা ৪৮ ঘন্টার একটি অস্ত্র বিরতি দিতে রাজি আছে।

XS
SM
MD
LG