অ্যাকসেসিবিলিটি লিংক

আই সি টি সংশোধনী ও ধর্মভিত্তিক রাজনীতি


রবিবার ১৯ ফেব্রয়ারি বাংলাদেশ জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ICT এ্যক্ট সংশোধণী পাশ হলো এবং রাষ্ট্রপতির সম্মতির পর যা কিনা আইনে পরিণত হবে । এতে করে রাজনৈতিক অঙ্গনে দলিয় অবস্থানের বৈধতা নিয়ে দল বিশেষকে চ্যালেঞ্জ করা সহজতরো হবে বলে মনে করছেন অনেকে । কোনো দলকে অবৈধ ঘোষনা করতে কার ভুমিকা অপরিহ্যার্য্য – সংসদের মধ্যে দিয়ে ক্ষমতাসিন সরকারের না জাতিয় নির্বাচন কমিশনের – এ জিজ্ঞাসা এখন দেখা দিচ্ছে কারো কারো মনে । ধর্ম নিরপেক্ষ দেশে সকল ধর্মের স্বার্থেই ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়ে থাকে , না সকল ধর্মেরই অধিকার থাকে ধর্ম ভিত্তিক রাজনীতি করার – এ প্রশ্নও এখন উঁকি মারছে অনেকের জিজ্ঞাসায় । সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে এ সংশোধনীর কি ধরনের প্রভাব পড়তে পারে – ট্রাইব্যুনালে এখনো নিস্পত্তি হয়নি , এমনি বাদবাকি মানবতা বিরোধি মামলাগুলোর ফয়সলায় এ সংশোধনীর কোনো প্রতিক্রিয়া হতে পারে কিনা - - এসব নিয়ে ভয়েস অফ এ্যামেরিকার বাঙলা বিভাগ কথা বলে বিশিষ্ট রাজনীতিবিদ , আইন বিশারদ ডক্টর কামাল হোসেনের সঙ্গে । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
XS
SM
MD
LG