অ্যাকসেসিবিলিটি লিংক

আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার (আইএমএফ) প্রতিনিধিদলের বাংলাদেশ সফর


আই এম এফ
আই এম এফ

বর্তমানে বাংলাদেশে সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের

প্রধান ব্রায়ান এইটকেন বাংলাদেশকে সক্ষমতা অনুযায়ী তার রিজার্ভ ধারণ করার পরামর্শ দিয়েছেন।

গত ২৬ ফেব্রুয়ারি থেকে ১২ দিন ব্যাপী বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা শেষে বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে এইটকেন বলেন বাংলাদেশের অর্থনীতি রফতানি এবং বিদেশে কর্মরত বাংলাদেশী কর্মীদের পাঠানো অর্থের প্রবৃদ্ধি এবং পরিবর্তনশীল বৈদেশিক পরিস্থিতির ওপর নির্ভরশীল থাকবে।

বাজেট ঘাটতি মেটাতে সঞ্চয়পত্র থেকে অর্থ সংগ্রহ না করে, সরকারকে বিকল্প উপায়ে অর্থ সংগ্রহের জন্য তিনি পরামর্শ দিয়েছেন। গ্যাস, বিদ্যুৎ এবং যোগাযোগ অবকাঠামোতে বাংলাদেশের জন্য বিনিয়োগ অত্যন্ত প্রয়োজন বলে উল্লেখ করে এইটকেন বলেন রাজস্ব বৃদ্ধি এবং সরকারি বিনিয়োগ বাড়াতে কর ব্যবস্থার আধুনিকায়ন প্রয়োজন।

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টার সমর্থনে আইএমএফ পরামর্শ এবং সক্ষমতা তৈরিতে

সহায়তা দিতে প্রস্তুত থাকবে বলে তিনি জানিয়েছেন।

ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00

XS
SM
MD
LG