অ্যাকসেসিবিলিটি লিংক

আই এম এফ মধ্যপ্রাচ্যে করোনাভাইরাসের অর্থনৈতিক প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করে দিয়েছে


আন্তর্জাতিক মুদ্রা তহবিল করোনাভাইরাস মহামারির কারণে মধ্য প্রাচ্যে যে সম্ভাব্য অর্থনৈতিক সমস্যা দেখা দিতে পারে , তা রোধ করতে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলছে ।

মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিষয়ক আই এম এফ ‘এর আঞ্চলিক পরিচালক জিহাদ আজৌর মঙ্গলবার বলেন যে এই মহামারি হচ্ছে ঐ অঞ্চলের জন্য সাম্প্রতিক সময়ের সব চেয়ে বড় চ্যালেঞ্জ।

আজৌর বলেন COVID-19, এর দ্রুত সংক্রমণ এবং তার সাথে সৌদি আরব ও রাশিয়ার মধ্যে তেলের দাম নিয়ে প্রতিযোগিতার কারণে , অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে যা্ওয়ায় ঐ অঞ্চলের অর্থনৈতিক কর্মকান্ডে বড় রকমের আঘাত লেগেছে , বিশেষত সেখানকার পর্যটন ও হোটেল ব্যবসায় । এ সব ক্ষেত্রে বেকারত্ব বাড়ছে এবং মজুরি কমছে।

আই এম এফ বলছে বিশেষেত ইরাক, সুদান এবং ইয়েমেনের মতো যুদ্ধ বিধ্বস্ত দেশেগুলো করোনা ভাইরাস মহামারির কাছে পরাস্ত হতে পারে।

XS
SM
MD
LG