অ্যাকসেসিবিলিটি লিংক

২০১৬ সালে ৩ হাজার অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগর পার হওয়ার সময় প্রাণ হারিয়েছেন: আইওএম


আন্তর্জাতিক অভিবাসন সংগঠন আইওএম শুক্রবার বলেছে ২০১৬ সাল শুরু হওয়ার পর থেকে প্রায় ৩ হাজার অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগর পার হওয়ার সময় প্রাণ হারিয়েছেন।

এ বছর আইওএম এর হিসাব অনুযায়ী, ইউরোপ পৌঁছানোর লক্ষ্যে সাগর পার হতে গিয়ে ২৯৭৭ (দু হাজার ৯শো সাতাত্তর) শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীর মৃত্যু ঘটে। ঐ সংগঠন থেকে আরও বলা হয়, আগামী দিনগুলোতে ক্যালাব্রিয়ায় যে আরেকটি জাহাজের পৌঁছানোর কথা, তখন আরও যে মৃতদেহ উদ্ধার করা হবে, ঐ হিসাবে তা অন্তর্ভুক্ত নয়।

আইওএম এর হিসাব অনুযায়ী বৃহস্পতিবার ৮০০’র বেশি অভিবাসন প্রত্যাশী ইউরোপে পৌঁছায়। এর ফলে আনুমানিক হিসাব অনুযায়ী, ২০১৬ সালে যে সংখ্যক শরণার্থী ও অভিবাসন প্রত্যাশী ইউরোপে পৌঁছায় তা হচ্ছে ২৪২,১৭৯ (২ লক্ষ বিয়াল্লিশ হাজার ১শো উন আশী)।

যে সব দেশ থেকে শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীরা, সন্ত্রাসবাদ ও অভ্যন্তরীণ সংঘাত এড়ানোর জন্য দেশ ছেড়েছে, সেই দেশগুলোর মধ্যে আছে নাইজেরিয়া, এরিট্রিয়া, সুদান, আফগানিস্তান এবং সিরিয়া।

XS
SM
MD
LG