অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে কৃষিতে ধার মকুবের আর্থিক ঝুঁকি


ভারতে মনমোহন সিং সরকারের আমলে রাজনৈতিক বাধ্যবাধকতায় ৫২,০০০ কোটি টাকার কৃষি-ধার মকুব করা হয়েছিল। এখন রাজ্যে কৃষিতে যা পরিস্থিতি ও যেভাবে বাড়ছে ধার মকুব করে দেওয়ার রাজনৈতিক ও কৃষক আন্দোলনের চাপ, গোটা দেশের ৩ লক্ষ কোটি টাকার কৃষিতে ধারের পুরোটাই ছেড়ে দিতে বাধ্য হতে পারে ভারতের নরেন্দ্র মোদি সরকার। উদ্বিগ্ন অর্থ মন্ত্রক বলেছে, এত টাকার পাওনা ছেড়ে দিতে হলে কিন্তু দেশ আর্থিক ভাবে ডুববে। উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র সরকার নিজেরাই ধারের টাকা ছেড়ে দিলেও অধিকাংশ রাজ্যেরই সে সামর্থ্য নেই। তারা তখন কেন্দ্রকে চাপ দেবে ধার মকুবের দায় বহন করবার জন্য। আর্থিক বিবেচনা যা-ই হোক, ভোটে জেতবার দায় কিন্তু আরও বড়। মোদি সরকার চাপের কাছে নতি স্বীকার করলে দেশের অর্থনীতির কি হবে, তা নিয়েই অর্থ মন্ত্রকের দুর্ভাবনা।

please wait

No media source currently available

0:00 0:01:08 0:00

XS
SM
MD
LG