অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে জেএমবি'র তিন সন্দেহভাজন সদস্যকে আটক


বাংলাদেশ পুলিশ জানিয়েছে, তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি'র তিন সন্দেহভাজন সদস্যকে আটক করেছ।

বৃহস্পতিবার ঢাকায় পুলিশের তরফে বলা হয়েছে, রাজধানীর গাবতলি এলাকায় কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযান চালিয়ে বুধবার রাতে জেএমবি'র এই তিন সন্দেহভাজন সদস্যকে আটক করে। পুলিশ জানিয়েছে, আটক হওয়া যুবকরা হলেন মোহাম্মাদ আব্দুল্লাহ, শফিকুল ইসলাম এবং মোস্তাফা হোসেন আরিফ। আটককৃতরা বেশ কিছুদিন দেশের উত্তরাঞ্চলে আত্মগোপনে ছিলেন বলে উল্লেখ করে পুলিশ বলেছে, রাষ্ট্র ও সরকার বিরোধী কাজে অংশ নিতে তারা বাসে করে ঢাকায় আসেন। পুলিশের ভাষ্য মতে সন্দেহভাজন এসকল জেএমবি সদস্যরা সরকার উৎখাত করে বাংলাদেশে ইসলামী খেলাফাত প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন।

পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জেএমবি সদস্য বলে স্বীকার করে বলেছেন, গুলশান হামলা মামলার অন্যতম আসামী সোহেল মাহফুজের কাছে তারা প্রশিক্ষণ নিয়েছেন।

please wait

No media source currently available

0:00 0:00:29 0:00



XS
SM
MD
LG