অ্যাকসেসিবিলিটি লিংক

জম্মু ও কাশ্মীরে নতুন করে জঙ্গি হামলার আশঙ্কা


জম্মু ও কাশ্মীরে নতুন করে জঙ্গি হামলার আশঙ্কায় সাধারণের মধ্যে একটা আতঙ্ক ও অনিশ্চয়তার আবহ সৃষ্টি হয়েছে।

আগামীকাল সোমবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য তাঁর মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক ডেকেছেন। তার আগে আজ রবিবার ছুটির দিনেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ নিরাপত্তা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছিলেন। উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব গৌবা, ইন্টেলিজেন্স ব্যুরো আইবি'র প্রধান অরবিন্দ কুমার এবং রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং র'এর প্রধান সমন্ত কুমার গোয়েল। কয়েক দিন ধরেই জম্মু ও কাশ্মীরে একটা অভূতপূর্ব প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। দফায় দফায় অতিরিক্ত ৩৮ হাজার সেনা মোতায়েন করার পর অমরনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হয়।

সব তীর্থযাত্রী ও পর্যটকদের অবিলম্বে ওই রাজ্য ছেড়ে চলে যেতে বলা হয়। তাঁদের সংখ্যা ছিল মোট ১১৩০০। অনেকেই তড়িঘড়ি ফিরে যান। ৬২০০ জন ফেরার বিমান ধরেন। যাঁরা বিমানের টিকিট পাননি, তাঁদের ভারতীয় বায়ুসেনার বিমানে করে তুলে আনা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি অনিশ্চিত ও উত্তেজনায়।

please wait

No media source currently available

0:00 0:01:11 0:00

XS
SM
MD
LG