অ্যাকসেসিবিলিটি লিংক

সংসদে শীতকালীন অধিবেশনে কংগ্রেস ও তৃণমূল আফরাজুল খান হত্যার বিষয়টি কেন্দ্রীয় সরকারের কাছে তুলবেন


আগামী পনেরোই ডিসেম্বর থেকে সংসদে শীতকালীন অধিবেশনে শুরু৷ সেই অধিবেশনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস দুই দলই আফরাজুল খান হত্যার ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে চেপে ধরতে চলেছে৷ কংগ্রেস ও তৃণমূল উভয়ই জানিয়েছে , সংসদের আসন্ন অধিবেশনে মালদহের আফরাজুলের রাজস্থানে হত্যাকাণ্ড নিয়ে তারা কেন্দ্রকে নাস্তানাবুদ করবে৷রাজস্থানে কাজ করতে গিয়ে গত বুধবার ‘লাভ জিহাদে’র শিকার হন মালদহের দিনমজুর মহম্মদ আফরাজুল । জঙ্গলের রাস্তায় তাঁকে কোপায় এক যুবক। পরে গায়ে আগুন দিয়ে আফরাজুলকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। নৃশংস ঘটনাটির ভিডিও রেকর্ড করা হয়েছে। হাড় হিম করা ভিডিওটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে বসুন্ধরা রাজে প্রশাসন। এই ঘটনায় বিতর্কে জড়িয়েছে রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া সরকার৷ ঘটনা তদন্তে সিট গঠন করা হয়েছে৷ পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আমরা এই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়ব৷ সংসদ বসুক৷ দেখুন , আমাদের সাংসদরা কী করেন ওখানে৷ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন , ‘ঘটনাটি গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে৷ এর উৎসে রয়েছে কেন্দ্রের নীতি৷ সংসদের আসন্ন অধিবেশনে জোরাল ভাবেই বিষয়টি তুলব৷ আশা করছি, অনেকেরই সাহায্য পাব৷

please wait

No media source currently available

0:00 0:01:16 0:00

XS
SM
MD
LG