বাংলাদেশের জমিয়তে ওলামা পার্টি, নেজামে ইসলাম পার্টিসহ বেশ কয়েকটি ইসলামী সংগঠনের সমন্বয়ে গঠিত সর্বদলীয় কাশ্মীর সংহতি ফোরামের পক্ষ থেকে শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে এক প্রতিবাদ সমাবেশে কাশ্মীরে ভারতীয় সরকার মুসলমানদের উপরে নির্মম অত্যাচার করছে বলে দাবি করে, এক্ষেত্রে বাংলাদেশ সরকারের নীরবতার নিন্দা করা হয়। বক্তারা সবাই প্রায় একই ভাষায় তাদের বক্তব্য উত্থাপন করেন।
সমাবেশে বক্তারা জাতীয় সংসদ অধিবেশন আহবান করে কাশ্মীর ইস্যুতে কাশ্মীরি জনগণের পক্ষে সমর্থন ঘোষণার জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি জানান।