অ্যাকসেসিবিলিটি লিংক

২০১৯ সালের লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি


আগামী দু হাজার ঊনিশ সালের লোকসভা ভোটের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিজেপি। প্রতিটি কেন্দ্র ধরে ধরে রণকৌশল ঠিক করছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই রণকৌশলেই 'বাম' পথ ধরলেন তিনি। দেশের প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে পূর্ণ সময়ের কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে ফুলটাইমার ক্যাডার ভিত্তিক রাজনীতিতে একচ্ছত্র আধিপত্য সিপিএমের। সেই কৌশলেই এবার লোকসভা ভোটে বিরোধীদের মাত দিতে চাইছেন অমিত শাহ। দেশের চার হাজার একশো কুড়িটি বিধানসভা কেন্দ্রে একজন করে পূর্ণ সময়ের কর্মী নিয়োগ করা হবে। নিজের এলাকার কেন্দ্রের দায়িত্ব দেওয়া হবে না তাঁদের। দুহাজার ঊনিশসালে বিধানসভা ভোটের ফল ঘোষণা পর্যন্ত বাড়ির বাইরে থাকতে হবে, যাতে তাঁদের মনসংযোগে ছেদ না পড়ে। ইতিমধ্যেই তিন হাজার দুশো জন ফুলটাইমার নিয়োগ করা হয়েছে। তাঁদের মধ্যে একশো জন মুসলিম ও ক্রিশ্চান সম্প্রদায়ের। বেশিরভাগই জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বের রাজ্যগুলির। তাঁদের মধ্যে প্রায় দুহাজার দুশো পঞ্চাশ জন ফুলটাইমার দুহাজার ঊনিশ সাল পর্যন্ত দলের হয়ে কাজ করতে সম্মত হয়েছেন। বিজেপি সূত্রের খবর, শিগগিরই চার হাজার একশো কুড়ি টি কেন্দ্রে ফুলটাইমার নিয়োগ করা হবে। এখন দেড়হাজার জনের নিয়োগপ্রক্রিয়া চলছে।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG