অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বিশাল সমাবেশে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন


আজ রবিবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানী দিল্লির রামলীলা ময়দানে এক বিশাল সমাবেশে বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন।

দিল্লিতে বিধানসভা নির্বাচনের আর দু'মাসেরও কম বাকি। এনআরসি আর নাগরিকত্ব আইন নিয়ে দেশজোড়া বিক্ষোভের মুখে ওই দিকে নজর দেওয়া যায়নি। আজ তাই তারই মধ্যে মোদী দিল্লি ভোটের প্রচার শুরু করে দিলেন বিরোধীদের, বিশেষ করে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আর আপ-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে। সেই সঙ্গে তিনি বিক্ষোভ প্রশমনের চেষ্টাও করেছেন যতটা সম্ভব। তাঁর দুটি উল্লেখযোগ্য বক্তব্য, সারা দেশে এনআরসির কথা কেউ বলেনি। না মন্ত্রিসভায়, না সংসদে। এই নিয়ে ভুল বোঝানো হচ্ছে। আর ভারতের কোথাও কোনও ডিটেনশন ক্যাম্প বা আটক শিবির নেই। যারা বলছে আছে, তারা মিথ্যা বলছে।

মোদী বলেন, এই মমতা দিদিই একসময় সংসদে বলতেন বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকছে। আজ তিনি উল্টো গাইছেন। বলছেন, তাঁর রাজ্যে নাগরিকত্ব আইন চালু করতে দেবেন না। এ ব্যাপারে আইনজ্ঞদের সঙ্গে কথা বলে নিলে ভালো করতেন।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00


XS
SM
MD
LG