অ্যাকসেসিবিলিটি লিংক

কাশ্মীরের বর্ষীয়ান রাজনৈতিক নেতা ফারুক আবদুল্লাহ্ আজ মুক্তি পেয়েছেন


কাশ্মীরের বর্ষীয়ান রাজনৈতিক নেতা ফারুক আবদুল্লাহ্ দীর্ঘ সাত মাস বন্দি থাকার পর আজ মুক্তি পেয়েছেন।

ভারতের বিজেপি সরকার গত বছর ৫ই অগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে সেটিকে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত করার দিন থেকেই ওই রাজ্যের সমস্ত বিরোধী রাজনৈতিক নেতাদের আটক করতে শুরু করে।

ন্যাশনাল কনফারেন্স দলের বর্ষীয়ান নেতা, রাজ্যের তিন বারের মুখ্যমন্ত্রী ও পাঁচ বারের সাংসদ ফারুক আবদুল্লাহ্, তাঁর ছেলে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ্ ও পিপলস ডেমোক্রাটিক পার্টির নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সঙ্গে সঙ্গে বিরোধী দলগুলির সকলেই আটক হন। সাত মাসেরও বেশি বন্দি থাকার পর আজ তাঁদের মধ্যে থেকে শুধুমাত্র ফারুক আবদুল্লাহকে মুক্তি দেওয়া হয়েছে।

বন্দিদশা থেকে বেরিয়ে বিকেলে তাঁর বাড়ির সামনে জড়ো হওয়া সাংবাদিকদের তিনি বলেন, আমি মুক্ত হলাম, কিন্তু অন্যান্য নেতা ও নেত্রীরা মুক্তি না পাওয়া পর্যন্ত এই মুক্তি সম্পূর্ণ হবে না। ভেবে ভাল লাগছে যে আবার সংসদের অধিবেশনে যোগ দিতে পারব।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00


XS
SM
MD
LG