অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতা হাইকোর্ট আজ রাজীব কুমারকে গ্রেফতারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে 


Calcutta High Court
Calcutta High Court

কলকাতা হাইকোর্ট আজ সিবিআই তদন্তাধীন পশ্চিমবঙ্গ পুলিশের উচ্চ পদস্থ অফিসার রাজীব কুমারকে গ্রেফতারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

এ বছরের শুরু থেকেই সারদা চিট ফান্ডের আড়াই হাজার কোটি টাকা কেলেঙ্কারি মামলা নিয়ে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই দফায় দফায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করছে। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ, সারদা কেলেঙ্কারির বিশেষ তদন্তকারী দলের প্রধান থাকাকালে তদন্তের প্রমাণ লোপাট। তবে নানা সময়ে পুলিশকর্তা হিসেবে তাঁর গুরু দায়িত্বের কথা তুলে তিনি সিবিআইয়ের ডাকে সাড়া দেননি, উপরন্তু হাইকোর্টের কাছ থেকে তাঁর গ্রেফতারির বিরুদ্ধে রক্ষাকবচ আদায় করে নিয়েছেন।

হাইকোর্ট আজ শুক্রবার সেই রক্ষাকবচ প্রত্যাহার করে নিয়েছে। ফলে তদন্তের স্বার্থে তাঁকে গ্রেফতারে সিবিআইয়ের আর কোনও বাধা রইল না। আজ বেলা তিনটে নাগাদ হাইকোর্টের এই রায় বেরোনোর কিছুক্ষণের মধ্যেই সিবিআই অফিসারদের একটি দল রাজীব কুমারের সরকারি বাসভবনে গিয়ে আগামীকাল শনিবার বেলা দশটায় সিবিআই দফতরে হাজির হতে নোটিস দিয়ে আসে। রাজীব কুমারকে অবশ্য পাওয়া যায়নি, তিনি এই মুহূর্তে ছুটিতে আছেন।

please wait

No media source currently available

0:00 0:00:56 0:00


XS
SM
MD
LG