অ্যাকসেসিবিলিটি লিংক

ইংরাজী নববর্ষে ভারতবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


আজ পয়লা জানুয়ারী দুহাজার আঠেরো। সপ্তাহের শুরু, বছরেরও শুরু। তবে এক তারিখে একলা নয়! মাঠে, ময়দানে, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, পার্ক, নিকো পার্ক, উত্তর কলকাতার কাশীপুরে বাঙালি ছিল সপরিবারে।বছরের প্রথমদিন দক্ষিণ কলকাতার টালিগঞ্জ থেকে উত্তর কলকাতার টালা।

বৃহত্তর দক্ষিণ কলকাতার বারুইপুর থেকে বেহালা। পূর্ব কলকাতার ইকো পার্ক, নিকো পার্ক থেকে আলিপুর চিড়িয়াখানায় কাতারে কাতারে ঢল নেমেছে মানুষের। ভিক্টোরিয়া, ময়দানে ফরাস পেতে পিকনিক করতেও এসেছেন অনেকে।

বর্ষশেষের রাতে শহরে সারারাত চলেছে সরকারি বাস। মেট্রো চলেছে রাত সাড়ে বারোটা পর্যন্ত। মাঝরাত পর্যন্ত শহরের রাস্তায় জনতার ঢল থাকলেও, শক্ত হাতে যানজট সামলেছেন ট্রাফিক পুলিশের কর্মীরা।বছরের প্রথম দিন কল্পতরু উৎসব উপলক্ষে ভিড় উপচে পড়েছে কাশীপুর উদ্যান বাটিতে। এদিনই কল্পতরু হয়েছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। ইচ্ছাপূরণের দিনে মন ভরে কিছু চাইলেই পাওয়া যায়। অপার বিশ্বাসে ফুলের ডালা হাতে কাতারে কাতারে মানুষ এসেছেন দক্ষিণেশ্বরে, বেলুর মঠেও। বেলা বাড়তে ভিড় বেড়েছে জয়রামবাটি, কামারপুকুরেও। সেই সাথে ইংরাজী নববর্ষে দেশবাসী কে শুভেচ্ছাও জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

please wait

No media source currently available

0:00 0:01:31 0:00

XS
SM
MD
LG