অ্যাকসেসিবিলিটি লিংক

বিহারে বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের বক্তৃতায় নরেন্দ্র মোদি পুলওয়ামা জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে ধরেন


বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপস্থিতিতে বারাউনিতে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার পাটনা মেট্রো রেল প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি কাশ্মীরের পুলওয়ামায় সেনা জওয়ানদের ওপর হামলার প্রসঙ্গে ঝলসে উঠে বললেন আপনার মতো একই আগুন জ্বলছে আমার বুকেও’।

এদিন একাধিক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করতে বিহারের বারউনিতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিনও পুলওয়ামার ঘটনার রোমান্থন করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। শহিদ সিআরপিএফ জওয়ান পাটনার সঞ্জীব কুমার সিনহা এবং ভাগলপুরের রতন কুমার ঠাকুরের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। জঙ্গি হামালার ঘটনাকে চাঁচাছোলা ভাষায় নিন্দা করে নরেন্দ্র মোদী বলেন, দেশবাসীর মনে কতটা আগুন জ্বলছে আমি অনুভব করছি। জেনে রাখুন, যে আগুন আপনার বুকে জ্বলছে, আমার বুকেও সেই আগুন জ্বলছে।বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের উপস্থিতিতে বারাউনিতে প্রায় সাড়ে ১৩ হাজার কোটি টাকার পাটনা মেট্রো রেল প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নরেন্দ্র মোদী। পাশাপাশি অমৃত যোজনার ২২টি প্রকল্পেরও ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। জগদীশপুর-বারাণসী প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের ফুলপুর-পাটনার সেকশন এ দিন উদ্বোধন করেন মোদী। তবে, এ সব কিছুর মধ্যেও প্রধানমন্ত্রীর বক্তৃতায় পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনাই বারংবার উঠে এসেছে।

please wait

No media source currently available

0:00 0:01:20 0:00

XS
SM
MD
LG