অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলার মত শান্তিপূর্ণ রাজ্যে আরএসএস-বিজেপি-ভিএইচপি দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করছে


কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গী হামলার ঘটনা দুঃখজনক। কিন্তু এই হামলার সুযোগ নিয়ে আরএসএস-বিজেপি দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছেন। বাংলা শান্তিপূর্ণ রাজ্য। আরএসএস-বিজেপি-ভিএইচপি পরিকল্পনা করে বাংলায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। বিস্ফোরক এই অভিযোগ সংবাদমাধ্যমের কাছে তুলেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, পুলওয়ামা হামলার পর সাধারণ মানুষের সংবেদনশীলতাকে রাজনীতিতে কাজে লাগাচ্ছে হিন্দুত্ববাদীরা। তিনি বলেন,”কদিন ধরে দেখছি রাত ১২ টা-১টার পর জাতীয় পতাকা নিয়ে আরএসএসের লোকজন রাস্তায় বেরোচ্ছে। লোকজনকে দেশপ্রেমের নামে হুমকি দেওয়া হচ্ছে। হিংসা ছড়ানো হচ্ছে। আরএসএস প্রচারকরা এই সুযোগে হিন্দু-মুসলমান-শিখ খ্রিষ্টান দাঙ্গা বাঁধিয়ে দিচ্ছে। আমরা কারও কাছে দেশপ্রেম শিখব না। বেহালা-বনগাঁর মতো জায়গায় এই ঘটনা দেখা গিয়েছে।” সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর আবেদন, “কেউ কেউ উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে, প্ররোচনা দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এই প্ররোচনায় পা দেবেন না। এটা পুরোটাই আরএসএস-বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদের পরিকল্পিত গেম।”তিনি বলেন, “আমি পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছি, কড়া পদক্ষেপ নিতে। অপপ্রচার এবং ভুয়ো খবর রুখতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু এই সুযোগে দাঙ্গা লাগানোর চেষ্টা করলে ক্ষমা করা হবে না। কখনও দাঙ্গায় মদত দেওয়া যাবে না। আমরা এসব সহ্য করব না।”

please wait

No media source currently available

0:00 0:01:00 0:00

XS
SM
MD
LG