অ্যাকসেসিবিলিটি লিংক

শিলিগুড়ি-কাঠমাণ্ডু সরকারি বাস পরিষেবা চালু হচ্ছে


উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে নেপালের রাজধানী শহর কাঠমাণ্ডু এই সুদীর্ঘ যাত্রাপথ একসাথে বাস পরিষেবা যুক্ত চাইছে রাজ্য সরকার। আগামী ১ লা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে শিলিগুড়ি-কাঠমাণ্ডু সরকারি বাস পরিষেবা।

প্রসঙ্গত বলা যেতে পারে শিলিগুড়ি থেকে কাঠমাণ্ডুর দূরত্ব ৪৮৫ কিমি। ১১ ঘণ্টার যাত্রাপথের শেষে নেপালের রাজধানীতে প্রবেশ। বাসের ভাড়া যত কম রাখা সম্ভব, সেদিকেই নজর দিচ্ছে রাজ্য সরকার। সংশ্লিষ্ট সূত্রের খবর, এই পরিষেবায় মোট ৬টি ভলভো বাস চালানো হবে। প্রতিদিন একটি করে বাস শিলিগুড়ি থেকে কাঠমাণ্ডু যাবে। অন্যদিকে কাঠমাণ্ডু থেকেও প্রতিদিন একটি করে বাস শিলিগুড়ি আসবে। ভাড়া জনপ্রতি ১৩৫০ টাকা। শিলিগুড়ি-কাঠমান্ডু এই বাস পরিষেবা চালু হচ্ছে এই প্রথম।

উল্লেখ করা যেতে পারে এতদিন পর্যন্ত কাঁকরভিটা গিয়ে বাস বা গাড়ি বদলাতে হত। অন্যদিকে সরাসরি যেতে হলে বাগডোগরা থেকে বিমানে যেতে হত। তার ভাড়াও অনেকটাই। এবার বাস চালু হলে সেই একই সুবিধা মিলবে। খরচও সেক্ষেত্রে অনেকটাই কম। সবমিলিয়ে সমস্যার সমাধান হতে চলেছে শীঘ্রই। এই নয়া পরিষেবা চালু হলে পর্যটনের নতুন দিগন্ত খুলবে বলে মনে করছে সরকার, পর্যটক দু-তরফই।

please wait

No media source currently available

0:00 0:00:39 0:00


XS
SM
MD
LG