অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘ সিএএ এর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে


জাতিসংঘের মানবাধিকার কমিশন সংশোধিত নাগরিকত্ব আইনের ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে।

ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার আজ মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাই কমিশনার মিশেল ব্যাচেলেট গতকাল সন্ধ্যায় জেনিভায় আমাদের স্থায়ী মিশনকে জানিয়েছেন যে, তাঁর দফতর ২০১৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইনের ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের আবেদন জানিয়েছে।

বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দিতে চায়, সিএএ পুরোপুরি ভারতের অভ্যন্তরীণ বিষয়। দেশের সংবিধান অনুযায়ী গণতন্ত্রের সব রীতি নীতি মেনে সংসদে যে আইন পাশ হয়েছে তাতে নাক গলানোর অধিকার বাইরের কোন সংস্থারই নেই। বিশ্বের সর্বোচ্চ প্রতিষ্ঠান জাতিসংঘের এটা জানা উচিত ছিল। সুপ্রিম কোর্টের কাছে মানবাধিকার কমিশনের এই আবেদন সম্পূর্ণ এখতিয়ার বহির্ভূত ও অনভিপ্রেত। ভারত এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

please wait

No media source currently available

0:00 0:00:54 0:00


XS
SM
MD
LG