অ্যাকসেসিবিলিটি লিংক

পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় পাহাড়ী বনাঞ্চলে আগুন


পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের ওপরে বিস্তীর্ণ বনাঞ্চলে আগুন লেগে বহু গাছপালা পুড়ে ছাই হয়ে গিয়েছে, বনের অনেক পশুও আগুনে পুড়ে মারা গিয়েছে বলে আশঙ্কা।

স্থানীয় গ্রামবাসীরা জানান, গতকাল কিছু লোক পাহাড়ের গায়ে ঘন বনের মধ্যে শুকনো পাতায় আগুন লাগিয়ে দেয়। রাতে দেখা গিয়েছে সেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠে বনের অনেকটা পুড়িয়ে দিয়েছে। কাছাকাছি গ্রামের বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন, আজ বুধবার দমকল গিয়ে জায়গায় জায়গায় জল ছিটিয়ে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারলেও ধিকি ধিকি আগুন জ্বলেই চলেছে। বনকর্মীরা বনসম্পদের বিপুল ক্ষতির আশঙ্কা করছেন।

ওদিকে আজ বিকেলে বাঁকুড়া জেলার বড়জোড়ায় একটি বাজারে হঠাৎ আগুন লেগে শ'দুয়েক দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে।

XS
SM
MD
LG