অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রতিটি অঞ্চল এখন উপদ্রুত: স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী


Map of India and Sri Lanka
Map of India and Sri Lanka

আন্তর্জাতিক "No Money For Terror" সম্মেলন আগামী বছর অনুষ্ঠিত হবে ভারতে।

এ বছরের "নো মানি ফর টেরর" সম্মেলন চলছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে। সেখানে আজ বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি বলেন, ভারতের প্রতিটি অঞ্চল এখন উপদ্রুত। জঙ্গিদের হাতে সাধারণ মানুষের প্রাণ বিপন্ন। জঙ্গি হানা রুখতে সব দেশের সরকারকে হাত মিলিয়ে চলতে হবে। তিনি জানান, ২০২০ সালের সম্মেলন ভারতে হবে।

বস্তুত এই মুহূর্তে বিশ্বের প্রায় প্রতিটি দেশই কমবেশি সন্ত্রাসী হামলার শিকার। কখন কোথায় কীভাবে জঙ্গিরা হানা দেবে বোঝা অসম্ভব। এই আশঙ্কা থেকে রেহাই পেতে একশোটিরও বেশি দেশ মিলে একটি গোষ্ঠী গঠন করেছে, নাম এগমন্ট গ্রুপ। তাদের অর্থনৈতিক গোয়েন্দা বিভাগের উদ্যোগে প্রতি বছর এক একটি শহরে নো মানি ফর টেরর নামে একটি আন্তর্জাতিক সম্মেলন হয়। লক্ষ্য, বিভিন্ন দেশের সন্ত্রাস সংক্রান্ত নানা দিক নিয়ে আলোচনা।

জঙ্গি গোষ্ঠীগুলি সন্ত্রাসী কাজ চালানোর জন্য নানা রকম অপরাধমূলক উপায়ে অর্থ সংগ্রহ করে। সেই তথ্য সংগ্রহ ও নিজেদের মধ্যে বিনিময় করে সন্ত্রাস দমন করার কাজ করে এগমন্ট গ্রুপ, তবে গোপনে।

please wait

No media source currently available

0:00 0:01:15 0:00


XS
SM
MD
LG