অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের তিন রাজ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে কংগ্রেস


ভারতের তিনটি বড় রাজ্য বিজেপি'র কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পর কংগ্রেস আজই সেই তিন রাজ্যে সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছে।

ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী রমণ সিং এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া আগেই পরাজয় স্বীকার করে পদত্যাগ করেছিলেন, বাকি ছিলেন শুধু মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান। আজ সকালে সরকারিভাবে ঐ রাজ্যের ফল প্রকাশ করা হয়। ২৩০ আসনের বিধানসভায় সরকার গঠন করতে দরকার ১১৬টি আসন, কংগ্রেসের দাঁড়ায় ১১৪টি, আর বিজেপির ১০৯টি। শেষ পর্যন্ত মায়াবতীর বহুজন সমাজ পার্টির ২ সদস্যের মদতে কংগ্রেস ম্যাজিক সংখ্যা পেয়ে যায়। বিকেলে শিবরাজ পদত্যাগ করেন।

গতকাল এই তিন রাজ্যে বিজেপি পরাজিত হওয়ার খবর পেয়ে ভারতের শেয়ার বাজার হু হু করে পড়তে শুরু করেছিল, আজ কিন্তু কংগ্রেসের সরকার গঠনের খবর শেয়ার বাজারকে অনেকটা চাঙ্গা করে দেয়। দিনের শেষে দুটি শেয়ার সূচক, সেনসেক্স আর নিফটি রীতিমতো উঁচুতে উঠে থিতু হয়।

please wait

No media source currently available

0:00 0:00:59 0:00

XS
SM
MD
LG