অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে শান্তিনিকেতনে আসছেন মোদি


বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে শীঘ্রই শান্তিনিকেতনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিশ্বভারতীর দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক স্বপন দত্তকে পিএমও (প্রাইম মিনিস্টারস অফিস) থেকে চিঠি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্বভারতীর আচার্য হিসাবে নরেন্দ্র মোদি এই প্রথম শান্তিনিকেতনের সমাবর্তনে অংশ নেবেন।

২০০৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী (পদাধিকারবলে বিশ্বভারতীর আচার্য) মনমোহন সিং শান্তিনিকেতনের সমাবর্তন উৎসবে গিয়েছিলেন। তারপর থেকে গত সাত বছর বিশ্বভারতীর সমাবর্তনে কোন প্রধানমন্ত্রী আসেননি। যদিও এখনও পযর্ন্ত সমাবর্তন উৎসবের দিনক্ষণ ঠিক হয়নি। প্রধানমন্ত্রীর কর্মসূচি দেখেই তা ঠিক হবে বলে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে।

সমাবর্তনে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের প্রশংসাপত্র তুলে দিন এবং শান্তিনিকেতন ঘুরে দেখুন, এই মর্মে আবেদন করেই নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিল বিশ্বভারতী। সেই চিঠির উত্তর দেওয়াই নয়, প্রধানমন্ত্রী সমাবর্তনে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG