যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বিতর্কিত নানান মতামতের কারণে সারা পৃথিবীতেই বিতর্কিত। কিন্তু ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর বলেছেন, ট্রাম্পের মন্তব্যের পেছনে একটা নিজস্ব চিন্তাধারা রয়েছে। সেটা বোঝা ও বিশ্লেষণ করা দরকার। তাড়াহুড়ো করে তাঁকে নিন্দেমন্দ না করে ধৈর্য্য ধরতে হবে।
রাজনৈতিক মহল মনে করছে, বিদেশ সচিবের মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনারই প্রতিফলন। প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী প্রথম মুখোমুখি সাক্ষাতের সুযোগ আসবে জুলাই মাসে জার্মানীর হামবুর্গে জি-২০ শীর্ষ বৈঠকের সময়। ততদিনে পরিস্থিতি অনেকটা স্পষ্ট হয়ে উঠবে বলেই আশা।