অ্যাকসেসিবিলিটি লিংক

বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম


নতুন নাম পেতে চলেছে পশ্চিমবঙ্গ। মঙ্গলবার রাজ্য মন্ত্রী সভার এক বৈঠকে প্রস্তাব নেওয়া হয় যে, রাজ্যের নতুন নাম হোক `বঙ্গ` বা `বাংলা`। আর ইংরেজিতে `বেঙ্গল`।

কোন নামটি চূড়ান্ত হবে, তা স্থির হবে ২৬ আগস্ট রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে। এরপর ঐ প্রস্তাব পাঠানো হবে সংসদে। সেখানে প্রস্তাব গৃহীত হলে তবেই রাজ্যের নাম বদলের প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তবে প্রস্তাবিত নাম নিয়ে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে।

শিক্ষাবিদ পবিত্র সরকার কিংবা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় যেমন বদলের পক্ষে, প্রবল আপত্তি তুলেছেন আরেক সাহিত্যিক তিলোত্তমা মজুমদার।

পরিবর্তনের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একটা যুক্তি হল, দিল্লিতে যে কোনও সরকারি বৈঠকে এখনকার `ওয়েস্ট বেঙ্গল` নামের কারণে রাজ্যের প্রতিনিধিদের বলবার ডাক পড়ে সবার শেষে। অনেক সময় সময়াভাবে বক্তব্য পেশ করাই যায় না।

কেউ বা বলছেন, বর্তমান নামটি দেশভাগের স্মৃতিকে বহন করছে বলেই তা বদলানো ঠিক নয়। বিপরীত যুক্তি হল, অতীতে তো অবিভক্ত রাজ্যটি `বঙ্গদেশ` নামেও পরিচিত ছিল। কাজেই সেই নাম-ই ফিরে এল। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

XS
SM
MD
LG