অ্যাকসেসিবিলিটি লিংক

অনুমোদনহীন কল সেন্টারগুলির মাধ্যমে হাওলা রুটে কলকাতায় টাকা পাঠাচ্ছে আইএস


ভারতে তাদের সংগঠনের তৎপরতা বাড়ানোর লক্ষ্যে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) আরব দুনিয়ার ‘মাতব্বর’রা অনুমোদনহীন কল সেন্টারগুলির মাধ্যমে হাওলা রুটে কলকাতায় টাকা পাঠাচ্ছে। এরকম অন্তত কুড়িটি কল সেন্টারকে চিহ্নিত করেছেন গোয়েন্দারা।

সিরিয়া থেকে সরাসরি টাকা না পাঠিয়ে লন্ডন, দুবাই ও বাংলাদেশ ঘুরে তা ঢুকছে কলকাতায়। সরকারি স্বীকৃতিহীন কল সেন্টারগুলিকে ব্যবহার করে হাওলার মাধ্যমে ভারতে টাকা পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে কলকাতার এক প্রবাসী যুবক। সে রয়েছে বর্তমানে লন্ডনে যার সঙ্গে সিরিয়ার আইএসের শীর্ষ নেতৃত্বের যোগ রয়েছে বলে দাবি গোয়েন্দাদের।

রাজ্যে ধৃত আইএস জঙ্গি মুসা ও আশিককে জেরা করে এই তথ্য পেয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। মূলত দক্ষিণ ভারতের মানি রুটটি বন্ধ হয়ে যাওয়ায় আইএস নতুন এই রুট খুলেছে বলে গোয়েন্দা সূত্রে খবর। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG