২০১৬ সালে ভারতীয় নাগরিকত্ব আইনের সংশোধনের প্রক্রিয়া শুরু হবার পর সেটি এখন সংসদীয় কমিটির বিবেচনার আওতায়। ইতোমধ্যে অসমবাসীদের মধ্যে বিষয়টি নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে।
আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান থেকে আগত অ-মুসলিম ছয়টি সংখ্যালঘু জনগোষ্ঠীকে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দিতে চায় আইনের সংশোধন। কিন্তু অসমীয় জনসাধারণের আশঙ্কা, তাহলে অতীতের মত বাঙালি সংস্কৃতি তাঁদের গ্রাস করে ফেলবে।
ভারত সরকারের মত, ঐ তিন দেশে ধর্মীয় সংখ্যালঘুরা যদি বিপন্ন মনে করে ভারতে চলে আসতে চান, তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়া উচিত।