অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের প্রতিরক্ষামন্ত্রক পশ্চিমবঙ্গের এক তরুণ আবিষ্কারককে সংবর্ধনা দিয়েছে


ভারতে বর্ধমানের তরুণ বিজ্ঞানী-শিল্পোদ্যোগী শেখ সাবির হোসেন একটা ঔষধী পাউডার বের করেছেন, যা মাত্র কুড়ি সেকেন্ডের মধ্যে রক্তপাত বন্ধ করে দিতে পারে।

প্রতিরক্ষামন্ত্রকের গবেষণা সংস্থা ডিআরডিও'র উদ্যোগে সম্প্রতি ভারতের বিজ্ঞানী রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের স্মৃতিতে একটি প্রতিযোগিতা হয়। ঐ পাউডারটি নিয়ে তাতে যোগ দিয়ে সাবির পুরস্কার পান। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে ডিআরডিও'র এক অনুষ্ঠানে দেশের নৌ, বিমান ও স্থল বাহিনীর প্রধানদের উপস্থিতিতে সাবিরকে তাঁর আবিষ্কারের জন্য সংবর্ধনা জানান। তিনি বলেন, যুদ্ধে আহত সৈন্যদের রক্তপাত বন্ধ করে দ্রুত চিকিৎসার জন্য এই ওষুধ খুবই কার্যকর হবে।

সাবিরের বাবা মোবারক হোসেনের বর্ধমানে একটি চালকল আছে। কিন্তু পারিবারিক ব্যবসায় না টেনে মেধাবী পুত্রকে তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতা ও রৌরকেল্লায় পাঠান। পড়াশোনা শেষে সাবির অভিনব কিছু তৈরির পরিকল্পনা থেকে "মিরাকেলস" নামে একটি সংস্থা খোলেন। সেখানেই "স্টপ ব্লিড" নামে এই ওষুধের জন্ম।

please wait

No media source currently available

0:00 0:00:53 0:00



XS
SM
MD
LG