অ্যাকসেসিবিলিটি লিংক

ভারত কখনই চীনা জিনিসকে নিষিদ্ধ করতে পারবে না: কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রী


নয়াদিল্লীর সরকারী সংবাদ সংস্থা সূত্রের খবর চীনা জিনিসের ভারতে প্রবেশ বন্ধ করা সম্ভব নয়। কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় একথা জানিয়ে বলেছেন যতই সীমান্ত বিরোধ থাকুক, যতই ওদেশের সেনা আমাদের এলাকায় চলে আসুক, যতই আমাদের বাজারে তাদের তৈরী জিনিসে ভরিয়ে দিক চীন, ভারত কখনই চীনা জিনিসকে নিষিদ্ধ করতে পারবে না।

কারন ডব্লিউটিও বা বিশ্ব বানিজ্য সংস্থার শর্তই হল কোন দেশের জিনিস এভাবে বন্ধ করা যাবে না। কেন্দ্রীয় বানিজ্য মন্ত্রী আরো জানিয়েছেন যে, চীন এদেশে যে জিনিস পাঠায় এবং ভারত চীনে যা রপ্তানি করে, তার মধ্যে কোনো ভারসাম্য নেই। তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের সমস্যাও আছে, তাও চীনা সামগ্রীর ভারতে প্রবেশ বন্ধ করা সম্ভব নয়। যেটা করা সম্ভব এবং কেন্দ্রীয় সরকার যেটা করছে সেটা হল ভালো মানের জিনিস না হলে নিরাপত্তা জনিত কোনো সমস্যা থাকলে চীনা জিনিস ঢুকতে দেওয়া হচ্ছে না। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00

XS
SM
MD
LG