অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের এক-চতুর্থাংশে বৃষ্টিপাত কম হয়েছে


২০১৬ সালের বর্ষাকালের অর্ধেক অতিক্রান্ত। ভারতীয় আবহাওয়া বিভাগের তথ্য অনুসারে, এখনও পর্যন্ত গড় বৃষ্টিপাত স্বাভাবিক। কিন্তু গড় হিসাব দিয়ে ভারতের মত প্রকাণ্ড দেশের বর্ষা চিত্রটি সঠিক বোঝা যায় না।

বৃষ্টিপাতের বিস্তারিত হিসাবে দেখা যাচ্ছে, দেশের এক-চতুর্থাংশ বা ১৭৮টি জেলায় বৃষ্টিপাত কম হয়েছে। আরও এক-চতুর্থাংশ বা ১৭১ জেলায় বৃষ্টি অতিরিক্ত। এমনই বেশি বৃষ্টি যে, আসাম রাজ্যে বন্যার জলোচ্ছাসে ১৮ লক্ষ মানুষ বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। তারা অনেকেই এখন আশ্রয় শিবিরে। একটি স্থানীয় ছোট নদী গতিপথ বদল করে আশেপাশের সব কিছু ডুবিয়ে দিয়েছে।

কম বৃষ্টিপাতের জেলাগুলি রয়েছে প্রধানত ওড়িশা, হরিয়ানা ও উত্তরপ্রদেশ রাজ্যে। পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতে সামগ্রিক ভাবে বৃষ্টিপাতের ঘাটতি স্বাভাবিকের ১২%, মধ্য ভারতে ঘাটতি ৯%। আবার, আশ্চর্যজনক ভাবে খরাপ্রবণ মহারাষ্ট্র রাজ্যে বরং ভাল বৃষ্টি হয়েছে। কাজেই দেশে কোথাও বন্যা, কোথাও-বা খরা। কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG