অ্যাকসেসিবিলিটি লিংক

কর্ণাটকে পুরসভা নির্বাচনে বিজেপি'র চেয়ে বেশী আসনে জয়ী কংগ্রেস


ভারতের কর্ণাটক রাজ্যের আঞ্চলিক পুরসভা নির্বাচনে কংগ্রেস ৯৮২টি আসনে জয়ী হয়েছে, সেখানে বিজেপি পেয়েছে ৯২৯টি আসন।

গত মে মাসে অনুষ্ঠিত রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি যদিও ১০৪ এবং কংগ্রেস ৭৮টি আসন পেয়েছিল, স্থানীয় জনতা দল (সেকুলার) এর সঙ্গে জোট বেঁধে কংগ্রেস সরকার গঠন করে। পুরসভার ২৭০৯টি আসনে ভোট হয় ৩১ অাগস্ট, আজ তার ফল প্রকাশের পরে বোঝা যাচ্ছে যে, রাজ্যে বিজেপি আসনের নিরিখে এক নম্বর স্থানটিও কংগ্রেসের কাছে হারাতে চলেছে।

এই নির্বাচনকে ২০১৯ সালের সাধারণ নির্বাচনের আভাস হিসেবে ধরে নিয়ে কংগ্রেস স্বভাবতই উৎফুল্ল, ওদিকে বিজেপি শিবিরে দেখা দিয়েছে হতাশা। বস্তুত, পর পর বেশ কয়েকটি জনমত জরিপে প্রকাশ, যত দিন এগোচ্ছে, নরেন্দ্র মোদী তথা বিজেপি ততই জনসমর্থন হারাচ্ছে। এই পরিস্থিতি বুঝে মোদী সরকার ২০১৯এ লোকসভার সঙ্গে সঙ্গে বিধানসভাগুলিরও ভোট সেরে ফেলতে চাইছিল। কিন্তু ভারতের জাতীয় নির্বাচন কমিশন বলে দিয়েছে, এত কম সময়ে এই ব্যবস্থা করা অসম্ভব।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00

XS
SM
MD
LG