অ্যাকসেসিবিলিটি লিংক

জম্মু ও কাশ্মীরের কুলগামে আজ গুলির লড়াইয়ে তিন জঙ্গি নিহত হয়েছে


জম্মু ও কাশ্মীরের কুলগামে আজ গুলির লড়াইয়ে তিন জঙ্গি নিহত হয়েছে, আহত হয়েছেন দু'জন জওয়ান আর একটি বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন পাঁচ জন গ্রামবাসী।

কুলগাম জেলার লারু গ্রামে কয়েকজন জঙ্গি রয়েছে খবর পেয়ে পুলিশের বিশেষ বাহিনীর সঙ্গে আধা সামরিক রাষ্ট্রীয় রাইফেলস আর সিআরপিএফ মিলে যৌথ অভিযান চালায়। সকালে নিরাপত্তা বাহিনী ওই গ্রামে জঙ্গিদের খোঁজে গেলে একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিরা তাদের ওপর গুলি চালায়। দু'জন জওয়ান আহত হন। অনেকক্ষণ গুলির লড়াই চলার পর বাড়িটিতে আগুন লেগে যায়। আগুন নেভানোর পর দেখা যায় তিন জঙ্গি মারা গিয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে দু'জন পাকিস্তানি আর একজন স্থানীয়। এদিকে নিরাপত্তা বাহিনী জায়গাটা নিরাপদ বলে ঘোষণা করার আগেই তাদের নিষেধ অমান্য করে গ্রামের কিছু লোক বাড়িটির কাছে চলে যান, সেই সময় জঙ্গিদের মজুত রাখা বিস্ফোরক ফেটে পাঁচ জন গ্রামবাসীর মৃত্যু হয়। এর পরে ক্ষুব্ধ স্থানীয় লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। বহু কষ্টে তাদের নিরস্ত করা গিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:47 0:00

XS
SM
MD
LG