অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে দক্ষিণী রাজনীতির ধারা অব্যাহত রেখে রাজনীতিতে এলেন সুপারস্টার রজনীকান্ত


দক্ষিণী রাজনীতির ধারা অব্যাহত রেখে তামিলনাড়ুর সিনেমার সুপারস্টার রজনীকান্ত রাজনীতিতে আসবার সিদ্ধান্ত ঘোষণা করলেন রবিবার। দলের নাম স্থির না হলেও নতুন দল ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনে ২৩৪টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তিনি জানান। কিন্তু ২০১৯-এ লোকসভা নির্বাচনে কি হবে, তা খোলসা করেন নি তিনি। নতুন কি দেবে নতুন দল? রজনীকান্ত বলেন, আধ্যাত্মিকতা-নির্ভর দুর্নীতিবিহীন রাজনীতিই তাঁর লক্ষ্য। অতীতে এম জি রামচন্দ্রন, জয়ললিতা ও করুণানিধি এ রাজ্যে ফিল্ম দুনিয়া থেকে এসে মুখ্যমন্ত্রী হয়েছেন। অন্ধ্র প্রদেশে আরেক সুপারস্টার রামা রাও মুখ্যমন্ত্রী হন। এখন তামিলনাড়ুতে জয়ললিতার মৃত্যু ও প্রতিদ্বন্দ্বী করুণানিধির দীর্ঘ অসুস্থতা রাজ্যে একটা রাজনৈতিক শূন্যতা রয়েছে। তা পূরণের চেষ্টাতেই রাজনীতিতে আসবার সিদ্ধান্ত রজনীকান্তের বলে রাজনৈতিক মহলের ধারণা।

please wait

No media source currently available

0:00 0:01:29 0:00

XS
SM
MD
LG