অ্যাকসেসিবিলিটি লিংক

বায়ু দূষণে দিল্লীর সব স্কুল বন্ধ


ভারতে চলতি সপ্তাহের গোড়া থেকেই দম বন্ধ করে রয়েছেন দিল্লীর মানুষ। ধোঁয়াশায় শ্বাস নেওয়ার উপায় নেই। সরকার সব স্কুল বন্ধ করে দিয়েছে যাতে ছোটরা অসুস্থ হয়ে না পড়ে। শহরে বাড়ি নির্মাণ বন্ধ রাখা হয়েছে, গাড়ির দূষণ কমাতে সপ্তাহের একেকটা দিন জোড় বা বিজোড় নম্বরের গাড়ি বের করবার অনুমতি দেওয়া হচ্ছে। ধোঁয়াশায় অস্পষ্ট হয়ে থাকা সড়কে একের পর এক দুর্ঘটনা ঘটছে, মারা যাচ্ছেন মানুষ।

কিন্তু এর বাইরেও একটা বড় বিষয় রয়েছে- পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে ফসল কাটবার পরে ফসলের গোড়া পুড়িয়ে দেওয়ার প্রথার অবসান। এই ধোঁয়াই উড়ে আসে দিল্লির আকাশে, সব অন্ধকার করে দেয়। আইন রয়েছে ফসলের গোড়া পোড়ানো নিষিদ্ধ করে। কিন্তু তা মানছে কে? বিকল্প পদ্ধতি চাষীদের পক্ষে ব্যয়সাপেক্ষ, কাজেই কেউ মানতে রাজি নয়। তাদের মদত দিচ্ছেন রাজনৈতিক নেতারা।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG