অ্যাকসেসিবিলিটি লিংক

পর্যবেক্ষক দল আমফান জনিত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছেন


আজ বিশ্ব পরিবেশ দিবস। তাৎপর্যজনক ভাবে আজকেই কেন্দ্রীয় সরকারের পাঠানো একটি বিশেষ পর্যবেক্ষক দল প্রবল ঘূর্ণিঝড় আমফান জনিত ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছেন। কলকাতায় নেমে প্রথমেই তাঁরা নবান্নে রাজ্য সরকারের পদস্থ অফিসারদের সঙ্গে বৈঠক করেন, জেনে নেন কোথায় কী ভাবে কী কী দেখার আছে। তার পর দুটি দলে ভাগ হয়ে তাঁরা চলে যান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষয়ক্ষতি দেখতে। আজ বিশ্ব পরিবেশ দিবসের কথাটা এখানে বলা বিশেষ করে দরকার এই জন্য যে, কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গকে প্রাকৃতিক দুর্যোগ থেকে বুক দিয়ে আগলে রাখে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য‌। আর সেই অরণ্য পরপর বুলবুল ও আমফান, দু'টি প্রবল ঘূর্ণিঝড়ের ধাক্কায় বিপর্যস্ত অবস্থায় রয়েছে‌। পরিবেশ দিবসের অঙ্গীকার ব্যক্ত করে আজকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেছেন পাঁচ কোটি ম্যানগ্রোভ চারা লাগানো হবে সুন্দরবনে। এ ছাড়া ঝড়ে সুন্দরবনের মাটির বাঁধগুলোর যে ক্ষতি হয়েছে, আজ থেকেই তা মেরামত করার কাজে হাত দেওয়া হবে সুন্দরবনের স্বার্থে এবং গোটা পশ্চিমবঙ্গের স্বার্থে। আজ সুন্দরবনের নানান অঞ্চলে কোথাও হেলিকপ্টারে কোথাও লঞ্চে করে পর্যবেক্ষক দল ঘুরে দেখেন। কোনও কোনও জায়গায় ক্ষতির পরিমাণ এতই বেশি যে সেখানে লঞ্চ থেকে নামার মতন কোনও জমি অবশিষ্ট নেই। সেখানে তাঁরা নামতেও পারেননি। আগামীকাল দিল্লিতে ফিরে গিয়ে তাঁরা কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট দেবেন, কী দেখেছেন এবং কী করা দরকার তাই নিয়ে।

দীপংকর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা


XS
SM
MD
LG