অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতীয় সেনার বিশেষ বাহিনীকে ঢেলে সাজাতে তৎপর প্রতিরক্ষামন্ত্রক


গতবছর কাশ্মীরে এবং তার আগের বছর মায়ানমারে ভারতীয় সেনাবাহিনীর সফল সার্জিক্যাল স্ট্রাইকের পর এবার ভারতীয় সেনার বিশেষ বাহিনীকে ঢেলে সাজানোর জন্যে তৎপর দেশের প্রতিরক্ষামন্ত্রক।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রের খবর, এবার থেকে আচমকা আক্রমণ আনার জন্যে ভারতীয় সেনা জওয়ানদের আরও ভয়ঙ্কর, শক্তিশালী এবং সচল করতে উদ্যোগী প্রতিরক্ষামন্ত্রক। সেই জন্যে বিভিন্ন বিদেশী অস্ত্রসংস্থাকে টেন্ডার জমা দেওয়ার জন্যে নোটিশ দেওয়া হয়েছে। সেই সমস্ত সংস্থা থেকে অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, মেশিন গান, হাল্কা ওজনের রকেট লঞ্চার, শট-গান, পিস্তল, রাতের অন্ধকারে দেখা যাবে এমন সরঞ্জাম এবং গোলাগুলি কেনার পরিকল্পনা রয়েছে সেনাবাহিনীর।

এই বিশেষ অস্ত্র কেনার জন্যে গতসপ্তাহে যুক্তরাষ্ট্র, ইসরাইল, সুইডেন এবং অন্য আরও কয়েকটি দেশের বেশ কিছু সংস্থাকে টেন্ডার জমা দিতে বলা হয়েছে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রক প্রায় কুড়ি হাজার কোটি টাকা মূল্যের অস্ত্র কিনেছে ভারতীয় সেনাবাহিনী, নৌ-সেনা এবং বায়ুসেনার জন্যে। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

XS
SM
MD
LG