অ্যাকসেসিবিলিটি লিংক

কলকাতাতে সন্দেহভাজন দুই জঙ্গি সহ তিনজনকে গ্রেফতার করেছে ষ্পেশাল টাস্ক র্ফোস


India
India

মহানগর কলকাতাতেই আল-কায়দা মডিউলের হদিশ।ষ্পেশাল টাস্ক র্ফোস( এসটিএফের) হাতে দুই সন্দেহভাজন জঙ্গি সহ গ্রেফতার তিন। বড়সড় মডিউল তৈরির ছক ছিল বলে দাবি।কলকাতা স্টেশন থেকে ওই তিন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়।এসটিএফ জানিয়েছে, ধৃতদের মধ্যে দুজন বাংলাদেশের। অন্যজন রাজ্যের উত্তর চব্বিশ পরগনার। বসিরহাটের বাসিন্দা মনতোষ দে অস্ত্র সরবরাহকারী।সন্দেহভাজন জঙ্গিরা অস্ত্র কিনতে এসেছিল বলে জানিয়েছে এসটিএফ। ধৃত বিভিন্ন অস্ত্রকারবারীর সঙ্গে যোগাযোগ রেখে চলছিল। ধৃত দুই সন্দেহভাজন জঙ্গিসামসেদ ও রিয়াজুল ভারতে বেআইনিভাবে ঢুকে পড়েছিল। গত এক-দেড় বছর তারা ভারতেই ছিল। ধৃতদের কোনও পাসপোর্ট বা ভিসা নেই।
এসটিএফ জানিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দারা রাজ্যকে এ ব্যাপারে সতর্কও করেছিল। প্রসংগত বলা যেতে পারে সম্প্রতি দুর্গাপুজোর শেষের সময় সেন্ট্রাল আইবি থেকে জঙ্গিদের গতিবিধি সম্পর্কে তথ্য পাওয়া যায়। গত কুড়ি পঁচিশ দিন ধরে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছিল।ধৃতদের কাছ থেকে আল কায়দা সংক্রান্ত বই ও লিফলেট পাওয়া গিয়েছে। বিস্ফোরক তৈরির বইও বাজেয়াপ্ত হয়েছে।ল্যাপটপ, পেনড্রাইভও উদ্ধার করা হয়েছে। পাওয়া গিয়েছে ভুয়ো নামে আধার কার্ড। মিলেছে ভিজিটিং কার্ডও। তারা আনসারুল্লা বাংলা টিমের সদস্য।আল কায়দার সঙ্গে আনসার বাংলার যোগ রয়েছে ধৃতদের সঙ্গে আল কায়দা জঙ্গি যোগ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে এসটিএফ।

বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।

please wait

No media source currently available

0:00 0:01:24 0:00

XS
SM
MD
LG