অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতের উত্তর পুর্বাঞ্চলে, উপজাতীয় বিচ্ছিন্নতাবাদীদের আক্রমণে ৫২ জন নিহত


An injured person is treated at a hospital in Kokrajhar district, in northeast state of Assam, India, Dec. 23, 2014.
An injured person is treated at a hospital in Kokrajhar district, in northeast state of Assam, India, Dec. 23, 2014.

ভারতের উত্তর পুর্বাঞ্চলে পুলিশ বলেছে, সন্দেহভাজন উপজাতীয় বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত আক্রমণে, অন্তত ৫২ জন নিহত হয়।

মঙ্গলবার রাতে সহিংসতার পর, অসম রাজ্যের কিছু অংশে বুধবার কারফিউ ছিল। প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ওই হামলাকে কাপুরষোচিত কর্ম বলে আখ্যায়িত করেন।

প্রেসিডেন্ট প্রনব মুখার্জী বুধবার তার টুইটারে ওই আক্রমণের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন সন্ত্রাসী ও সহিংস তৎপরতা দৃঢ় হস্তে মোকাবেলা করতে হবে।

ওই ঘটনার জন্য কর্তৃপক্ষ নিষিদ্ধ ঘোষিত National Democratic Front of Bodoland (NDFB)কে দোষারোপ করে। ভারত ওই সংগঠনকে সন্ত্রাসী সংঘঠন বলে আখ্যায়িত করে এবং সম্প্রতি তাদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করেছে।

XS
SM
MD
LG