অ্যাকসেসিবিলিটি লিংক

ঢাকায়, বাংলাদেশ-ভারত নিরাপত্তা সংলাপ শুরু হয়েছে


Bangladesh India

সরকারী নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে কূটনৈতিক কলাকৌশল নির্ধারণে Track one and a half diplomacy-র যে রেওয়াজটি চালু আছে, তারই ধরনে মঙ্গলবার ঢাকায় শুরু হয়েছে দু’দিনব্যাপী বাংলাদেশ-ভারত নিরাপত্তা সংলাপ। বাংলাদেশের বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বা বিইআই এবং ভারতের অবজার্ভ রিসার্চ ফাউন্ডেশন বা ওআরএফ-এর যৌথ উদ্যোগের রুদ্ধদ্বার এই আলোচনায় উভয় দেশের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন। বিভিন্ন সূত্র বলছে, আলোচনায় রোহিঙ্গা সংকট, বাংলাদেশ-ভারত সম্পর্ক, চীনের ভূমিকা ও প্রভাবসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রথমদিনে আলোচনা করা হয়। উদ্বোধনী অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গহওর রিজভী বলেন, রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ, ভারত, মিয়ানমারসহ আঞ্চলিক নিরাপত্তার উপরে সুদূরপ্রসারী নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আলোচনা অনুষ্ঠানে ভারতের সাবেক রাষ্ট্রদূত পিনাক রঞ্জন চক্রবর্তী এবং বিইআই প্রধান ও বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফারুক সোবহান বক্তব্য রাখেন।
ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন আমীর খসরু।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG